অলআউট ইংল্যান্ড, প্রথম টেস্টে জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার

Fri, 03 Aug 2018-8:47 pm,

ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে প্রথম টেস্ট জয়ের সম্ভাবনা উজ্জল হয়ে উঠল। ১৮০ রানে অলআউট ইংলিশরা। প্রথম ইনিংসে ১৩ রানের লিড থাকায় ভারতের সামনে টার্গেট ১৯৪। 

প্রথম ইনিংসে বিরাট কোহলি ছাড়া বাকিদের অবস্থা তথৈবচ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের উপরেই নির্ভর করছে জেতা-হারা। আর এই ঐতিহাসিক জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে গোটা দল। 

দিনের শুরুতেই ওপেনার কিটন জেনিংসের উইকেট তুলে নিয়ে ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তখন ৭.৪ ওভারে ইংল্যান্ড ১৮/২। 

প্রথম ইনিংসে ৮০ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে রুটকে তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরান অশ্বিন। মাত্র ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। 

অশ্বিনের পরে বল হাতে ইংল্যান্ডের কোমর ভাঙেন ইশান্ত শর্মা। তাঁর প্রথম শিকার দাভিদ মালান। 

মালানের পর জনি বেয়ারেস্টোকেও ফেরান ইশান্ত। ৮৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড।

বিপজ্জনক বেন স্টোকসকেও আউট করেন ইশান্ত শর্মা।

স্টোকসের পর ইশান্তের বলে ফেরেন জোস বাটলার। ৮৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। 

একশোর মধ্যে অলআউট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল ইংল্যান্ড শিবিরে। তবে দলকে টেনে তোলেন স্যাম কুরান ও আদিল রশিদ।

 

 চা বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে ইংল্যান্ড। এর মধ্যে দুটি ক্যাচ ফেলেন ধবন।  

রশিদ-কুরানের যুগলবন্দি ভাঙেন উমেশ যাদব। তাঁর ভিতরে আসা বলে বোল্ড হন রশিদ।

স্যাম কুরান অন্যদিকে অপ্রতিরোধ্য। অর্ধ শতরান হাঁকান ২০ বছরের উঠতি তারকা। 

স্টুয়ার্ট ব্রডকে প্যাভিলিয়নে ফেরান উমেশ যাদব। তার এক বল পরেই কুরানের উইকেট তুলে ইংল্যান্ডের ইনিংস খতম করেন ডান হাতি পেসার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link