এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের প্রাপ্তি ও চিন্তা ...
# ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর আগে চেমসফোর্ডে এসেক্সের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের রান পাওয়া এবং পেসারদের দুরন্ত বোলিং যেমন বড় ফ্যাক্টর তেমনই বেশ কয়েকজনের ফর্ম চিন্তা বাড়িয়েছেন হেডস্যার রবি শাস্ত্রীর।
# মহম্মদ শামি : ইশান্ত, উমেশ উইকেট পেলেও আর এক ভারতীয় পেসার মহম্মদ শামিকে নিয়ে দুশ্চিন্তা থাকছেই। এসেক্সের বিরুদ্ধে ২১ ওভার বল করে ৬৮ রান দিলেও কোনও উইকেট পাননি শামি।
# শিখর ধাওয়ান : প্রস্তুতি ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ওপেনার শিখর ধাওয়ান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
# চেতেশ্বর পূজারা : ফর্মে নেই পূজারা। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেললেও টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে রান পেলেন না টিম ইন্ডিয়ার নম্বর থ্রি। প্রথম ইনিংসে ১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করলেন ২৩ রান।
# কে এল রাহুল : এক ওপেনার শিখর ধাওয়ান ব্যর্থ হলেও প্রথম টেস্টের আগে প্রথম একাদশে ঢোকার ব্যাপারে ওপেনার কে এল রাহুল নিজের দাবি জোরালো করতেই পারেন। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে মিডল অর্ডারে নেমে ৫৮ রান করেছিলেন। এসেক্সের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অপরাজিত থাকেন রাহুল।
# মুরলী বিজয় : টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন ওপেনার মুরলী বিজয়। প্রথম ইনিংসে ১১৩ বলে ৫৩ রান করেন তিনি। তাই দ্বিতীয় ইনিংসে বিজয়কে আর ওপেনিং করতে পাঠাননি ক্যাপ্টেন কোহলি।
# দীনেশ কার্তিক : উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন। প্রথম প্রস্তুতি ম্যাচেই ৮২ রান করে ভরসা জোগাচ্ছেন বিরাট ব্রিগেডকে। প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ভারতের সর্বোচ্চ রান তিনিই করেন।
# বিরাট কোহলি : শেষ বার ইংল্যান্ড সফরে এসে ২০১৪ সালে পাঁচ টেস্টে মাত্র ১৩৪ রান করেছিলেন বিরাট। তাই এবারের ইংল্যান্ড সফর বিরাটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে ৬৮ রান করেছেন কোহলি।
# উমেশ যাদব : ভুবনেশ্বর কুমার, জশপ্রীত বুমরার অনুপস্থিতিতে প্রথম টেস্টে টিম ইন্ডিয়াকে ভরসা জোগাচ্ছেন উমেশ যাদব। এসেক্সের বিরুদ্ধে ১৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪টি উইকেট নেন উমেশ।
# ইশান্ত শর্মা : কাউন্টির অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন ইশান্ত। টেস্টে সিরিজে বিরাটের 'তুরুপের তাস' হতে পারেন এই পেসার। এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ৩টি উইকেট নেন ইশান্ত।