বার্মিংহামে বিরাটের সামনে সৌরভকে টপকানোর হাতছানি...
# এজবাস্টন টেস্টে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই বিন্দুতে রয়েছেন বিরাট কোহলি৷ দু'জনেই অধিনায়ক হিসেবে ২১টি টেস্টে জয় এনে দিয়েছেন ভারতকে৷
# ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক ২৭টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির৷ ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্টে জয় এনে দিয়েছেন মাহি৷ এমএসডিক সাফল্যের হার ৪৫ শতাংশ।
# ভারতীয় অধিনায়ক হিসেবে ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিতেছেন ২১টি টেস্টে। সৌরভের সাফল্যের হার ৪২.৬ শতাংশ।তবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অন্যদের থেকে অনেক এগিয়ে সৌরভ৷ ২১টির মধ্যে ১১টি টেস্টে জয় এসেছে বিদেশের মাটিতে৷
# এখন পর্যন্ত ৩৬টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি৷ জিতেছেন ২১টি টেস্টে। টেস্টে বিরাটের সাফল্যের রেকর্ড ৬০ শতাংশ৷ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিরাটের ভারত৷
# বুধবার থেকে বার্মিংহামে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এজবাস্টনে রুটবাহিনীকে হারাতে পারলেই সৌরভকে টপকে বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি৷ সৌরভকে পিছনে ফেলে তখন কোহলির সামনে শুধু মহেন্দ্র সিং ধোনি।