বার্মিংহামে বিরাটের সামনে সৌরভকে টপকানোর হাতছানি...

Tue, 31 Jul 2018-9:52 am,

# এজবাস্টন টেস্টে নামার আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই বিন্দুতে রয়েছেন বিরাট কোহলি৷ দু'জনেই অধিনায়ক হিসেবে ২১টি টেস্টে জয় এনে দিয়েছেন ভারতকে৷ 

# ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বাধিক ২৭টি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির৷ ৬০টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্টে জয় এনে দিয়েছেন মাহি৷ এমএসডিক সাফল্যের হার ৪৫ শতাংশ।

 

# ভারতীয় অধিনায়ক হিসেবে ৪৯টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জিতেছেন ২১টি টেস্টে। সৌরভের সাফল্যের হার ৪২.৬ শতাংশ।তবে বিদেশের মাটিতে টেস্ট জয়ের নিরিখে অন্যদের থেকে অনেক এগিয়ে সৌরভ৷ ২১টির মধ্যে ১১টি টেস্টে জয় এসেছে বিদেশের মাটিতে৷

# এখন পর্যন্ত ৩৬টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি৷ জিতেছেন ২১টি টেস্টে। টেস্টে বিরাটের সাফল্যের রেকর্ড ৬০ শতাংশ৷ অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতেছে বিরাটের ভারত৷

# বুধবার থেকে বার্মিংহামে শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। এজবাস্টনে রুটবাহিনীকে হারাতে পারলেই সৌরভকে টপকে বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন কোহলি৷ সৌরভকে পিছনে ফেলে তখন কোহলির সামনে শুধু মহেন্দ্র সিং ধোনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link