শেষ টেস্টে নামার আগে আরও বিপাকে দক্ষিণ আফ্রিকা! চোটের জন্য ছিটকে গেলেন নির্ভরযোগ্য অল-রাউন্ডার
পর পর দুটো টেস্টে হার। ভারত সফরে তিন টেস্টের সিরিজে ২-০ তে পিছিয়ে প্রোটিয়ারা। রাঁচিতে শেষ টেস্টে নামার আগে বিপাকে দক্ষিণ আফ্রিকা!
কাঁধের চোটের জন্য এবার সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন স্পিনার কেশব মহারাজ। চোট নিয়েই দ্বিতীয় টেস্ট খেলেছিলেন। আর তাতেই চোট আরও বেড়ে যায়।
দুটি টেস্টে নিয়েছেন মাত্র ৬টি উইকেট। তবে ব্যাট হাতে লোয়ার অর্ডারে দলকে ভরসা জুগিয়েছেন। চারটি ইনিংসে করেছেন ১০৩ রান।
ভারত সফরে দক্ষিণ আফ্রিকার প্রধান স্পিন অস্ত্র কেশব মহারাজের ছিটকে যাওয়া বড় ধাক্কা প্রোটিয়াদের জন্য। মহারাজের পরিবর্তে দলে এলেন জর্জ লিনডে।
১৯ অক্টোবর, শনিবার থেকে রাঁচিতে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট।