ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে ওপেনিংয়ে নতুনদের সুযোগ

Sat, 29 Sep 2018-11:36 pm,

এশিয়া কাপের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের দল নির্বাচন করলেন নির্বাচকরা। বিশ্রামের পর দলে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। প্রত্যাশা করা হলেও সুযোগ পেলেন না রোহিত শর্মা। দল দেখে স্পষ্ট, ওপেনিংয়ে নতুন বিকল্পের খোঁজে নির্বাচকরা। দলে এসেছেন ময়াঙ্ক অগ্রবাল। রাহুলের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন পৃথ্বী বা ময়াঙ্ক। সে কারণে এশিয়া কাপে ভাল প্রদর্শন করেও সুযোগ পেলেন না শিখর ধবন। চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন করেছেন রবিচন্দ্রন অশ্বিন।

 

ইংল্যান্ডে শেষ টেস্টে ভাল খেলেছেন কেএল রাহুল। তিনি লম্বা দৌড়ের ঘোড়া বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। 

ইংল্যান্ডে দলে থাকলেও প্রথম একাদশে থাকার সুযোগ হয়নি পৃথ্বীর। তবে রুটদের বিরুদ্ধে নিয়ম করে উদ্বোধনী জুটি ব্যর্থ হওয়ার পর পৃথ্বীর জন্য এবার দরজা খুলতে পারে। রাহুলের সঙ্গে পৃথ্বী শাহকে ওপেনার হিসেবে দেখতে চাইছেন ক্রিকেটভক্তরা। 

দলে সুযোগ পেলেন ময়াঙ্ক অগ্রবাল। সেক্ষেত্রে বলা যায়, রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নতুন কেউ সুযোগ পেতে চলেছেন।     

বিদেশে পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও দেশের মাটিতে তিন নম্বরে পূজারার বিকল্প কেউ নেই। 

সচিনের পর চার নম্বরে ভারতের নির্ভরযোগ্য ব্যাট বিরাটই। 

 

টেস্টে নিজের জাত চিনিয়েছেন দলের সহ-অধিনায়ক রাহানে। 

ইংল্যান্ডে শেষ টেস্টে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছিলেন হনুমা বিহারি। 

ইংল্যান্ড সফরের পর উইকেট কিপারের জায়গায় পন্থ ছাড়া আর কাউকে ভাবার অবকাশ নেই। 

 

দেশের মাঠে অশ্বিন সবসময়ই বিপজ্জনক।

অশ্বিনের সঙ্গ দেবেন জাডেজা। ব্যাটেও তাঁর ভাল হাত। বোলিং-অলরাউন্ডার জাডেজা টেস্টে দলের ভারসাম্য ধরে রাখেন। 

 

দলে সুযো পেয়েছেন মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডে টেস্টে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছেন কুলদীপ। তবে চায়নাম্যান আরও সুযোগ দিতে চান নির্বাচক।

ভারতের পিচে অত্যন্ত কার্যকরী মহম্মদ সামি।

সামির সঙ্গে থাকছেন স্পিডস্টার উমেশ যাদব। 

সিরাজের মতো শার্দুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link