উইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে কার্যত নিশ্চিত ধোনি-পন্থ

Sat, 20 Oct 2018-5:54 pm,

টেস্ট সিরিজ জেতার পর একদিনের সিরিজের উইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত। ম্যাচের আগের দিন ১২ জনের সম্ভাব্য তালিকা প্রকাশ করল ভারতীয় বোর্ড। টেস্টে ভাল খেলার পর একদিনের ম্যাচেও সুযোগ পেতে চলেছেন ঋষভ পন্থ। দীর্ঘদিন বাদে বল হাতে রঙিন জার্সিতে দেখা যাবে মহম্মদ সামিকে। দ্বাদশ ব্যক্তি হতে চলেছেন খলিল আহমেদ।             

 

একদিনের ম্যাচে অন্তত শিখর ধবনের বিকল্প এখনও কেউ নেই। 

যথারীতি রয়েছেন রোহিত শর্মা। 

এশিয়া কাপে তিন নম্বরে আসছিলেন রায়াডু। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচে সম্ভবত নিজের আগের জায়গায় ব্যাট করবেন বিরাট কোহলি। 

আম্বাতি রায়াডু সম্ভবত চার নম্বরে আসবেন। এশিয়া কাপে নিয়মিত তিন নম্বরে ব্যাট করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। তবে বিরাট থাকায় একধাপ নীচে নামতে হবে তাঁকে।   

টেস্টে ভাল খেলার দাম পেলেন ঋষভ। ধোনির পর তাঁকে ভারতীয় দলের নিয়মিত উইকেটকিপার ভাবা হচ্ছে।  

সাম্প্রতিককালে ধোনির ব্যাটে অফ-ফর্ম। দুর্বল উইন্ডিজের বিরুদ্ধে রানে ফিরলে আত্মবিশ্বাস বাড়বে প্রাক্তন অধিনায়কের।     

বোলিং অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন জাডেজা। তবে পান্ডিয়া সুস্থ হলে তাঁকে হয়তে বসতে হতে পারে।  

একদিনের ক্রিকেটে নিয়মিত হয়ে উঠেছেন কুলদীপ যাদব।    

তৃতীয় স্পিনার হিসেবে থাকছেন যুজবেন্দ্র চহল। 

উইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় তথা শেষ টেস্টে ১০ উইকেট তুলে নিয়েছেন উমেশ যাদব। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাকে। তাঁদের জায়গায় সুযোগ পেলেন উমেশ।  

প্রায় দেড়বছর বাদে ভারতের একদিনের দলে কামব্যাক করতে চলেছেন মহম্মদ সামি। 

প্রথম দ্বাদশে থাকলেও সুযোগ হয়তো পাচ্ছেন না খলিল আহমেদ। দ্বাদশ ব্যক্তি হয়েই থাকবেন তিনি।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link