India@75: স্বাধীনতা ৭৫-এর লগ্নে একবার ফিরে দেখা অবিস্মরণীয় এই সব নির্মাণের দিকে ...

Soumitra Sen Sun, 14 Aug 2022-3:32 pm,

কলকতার ভিক্টোরিয়া মেমোরিয়াল তেমনই এক জায়গা। এদিন এটিকে ত্রিরঙের আলোয় সাজানো হবে। 

কলকাতার ঐতিহাসিক রেড রোডেও এর অন্যথা হবে না। সে-ও সেজে উঠবে এই আয়োজনের অংশ হিসেবেই। 

 

কলকাতার রাজভবন তেমনই একটি ভবন। যেমন সুন্দর, তেমনই দর্শনীয়। তেমনই গুরুত্বপূর্ণ একটি জায়গা। 

কলকাতার মেটকাফে হল অবশ্য ততটা চর্চিত নয়। কিন্তু ঔপনিবেশিক স্থাপত্যের অন্যতম নিদর্শন এটিও। 

এবার কলকাতা থেকে একটু বেরনো যাক। লাল কেল্লা। যাকে রেড ফোর্ট নামেএ ডাকা হয়। প্রত্যেক প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লাল কেল্লার মেন গেটে ভারতের পতাকা উত্তোলন করেন। এদিন এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণও দেন তিনি।

যে জিনিসটির প্রতি আগ্রহ কোনও ভারতীয়ই লুকিয়ে রাখতে পারেন না, সেটি হল তাজমহল। শাহজাহানের তাঁর স্ত্রী মুমতাজ বেগমের প্রতি প্রেমের অনন্য নিদর্শন এই স্থাপত্য। 

আর একটি জায়গা। যা নিয়ে ভারতবাসীর কৌতূহলের শেষ নেই, সেটি হল অজন্তা গুহা। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এই জায়গাটি বৌদ্ধ স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link