লন্ডন থেকে ভারতে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার উড়িয়ে নিয়ে আসল IAF র C-17 Globemaster

Tue, 04 May 2021-8:57 pm,

করোনা বিধ্বস্ত ভারতে ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট। এই অবস্থায় একাধিক দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।

ব্রিটিশ অক্সিজেন কোম্পানি (British Oxygen Company, BOC) ভারতে পাঠাচ্ছে ৯০০ অক্সিজেন সিলিন্ডার। যার মধ্যে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার চলে এল ভারতে। প্রতিটি সিলিন্ডারের অক্সিজেন ধারণ করার ক্ষমতা ৪৬.৬ লিটার।

মঙ্গলবার অর্থাৎ আজ সকালেই ভারতে এসেছে ৪৫০ অক্সিজেন সিলিন্ডার। ভারতীয় বায়ুসেনার (IAF C17) ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট সি-১৭ গ্লোবমাস্টার (C-17 Globemaster) লন্ডন থেকে চেন্নাইতে উড়িয়ে এনেছে অক্সিজেন সিলিন্ডারগুলি। বাকি আরও ৪৫০ অক্সিজেন সিলিন্ডারও আসছে।

বিওসি এই অক্সিজেনগুলি দিয়েছে চেন্নাইয়ের রেড ক্রস সোসাইটিকে (Red Cross Society)। ভারতীয় বায়ুসেনা তাদের টুইটার হ্যান্ডেলে এয়ারক্রাফ্ট সি-১৭ গ্লোবমাস্টারের অক্সিজেন নিয়ে আসার ছবিগুলি শেয়ার করেছে।

 

৪ ইঞ্জিন বিশিষ্ট ও টি-পাখনাযুক্ত বিরাট পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টার। দেশের সঙ্কটে বা যুদ্ধকালীন পরিস্থিতিতে পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে যাওয়ার কাজে এই বিমানের কোনও দ্বিতীয় বিকল্প নেই।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link