ফোর্ট উইলিয়ামে পদাতিক দিবস উদযাপন ভারতীয় সেনার
ফোর্ট উইলিয়ামে চলছে পদাতিক দিবসের অনুষ্ঠান। ৭৫তম পদাতিক দিবস গোটা দেশজুড়েই সাড়ম্বরেই উদযাপন করছে ভারতীয় সেনা।
১৯৪৭ এ আজকের দিনে পাক হানাদার বাহিনীকে পর্যুদস্ত করতে কাশ্মীরে সেনা অভিযান শুরু করেছিল ভারত।
সেই যোদ্ধাদের স্মরণেই পালন হয় এই পদাতিক দিবস। ফোর্ট উইলিয়মে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে বিজয় স্মারকে মাল্যদান করা হয়।
স্বাধীনতার পর এটাই ছিল প্রথম ভারতীয় পদাতিক সেনা অভিযান।
তৎকালীন জম্মু কাশ্মীরের রাজা হরি সিংয়ের অনুরোধে দিল্লী থেকে শিখ রেজিমেন্টের পদাতিক সেনা পাঠানো হয় শ্রীনগরে।
ভারতীয় পদাতিক সেনার বিক্রমে পাক দখলমুক্ত হয় কাশ্মীর।