বিদেশের মাটিতে ভারতীয় সেনার নাম উজ্জ্বল করে এলেন এই জওয়ান, জিতলেন সোনা
দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ১১তম বিশ্ব বডি বিল্ডিং চ্য়াম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেই প্রতিযোগিতায় সোনা জিতে দেশে ফিরলেন ভারতীয় সেনার জওয়ান অনুজ তালিয়ান।
মেরঠের অনুজ এর আগেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ কেজি বিভাগে সোনা জিতেছেন। ২০১০ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। একইসঙ্গে শরীর চর্চা চালিয়ে যান।
মাদ্রাস সেপার্স-এর হাবিলদার অনুজ দেশে ফেরার পর ভারতীয় সেনার পক্ষ থেকে তাঁকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়।
দাদা শ্যামবীরই ছোট ভাই অনুজের কোচ। তিনিই দেশে-বিদেশে বিভিন্ন প্রতিযোগিতার সময় ভাইয়ের সঙ্গে থাকেন। সারা বছর তাঁকে ট্রেনিং করান। অনুজ ভারতীয় সেনার হয়েই বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।
নৌসেনা, বায়ুসেনা ও আর্মির বিভিন্ন বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে এর আগে ট্রফি জিতেছেন অনুজ। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন তিনি। নিয়মিত শরীর চর্চার ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেন। যাতে তাঁর অনুগামীরা সেগুলো দেখে অনুপ্রাণিত হতে পারেন।