মাত্র দেড় ঘণ্টায় সব ওলটপালট! শহিদ জওয়ানের গ্রামে শ্মশানের নিস্তব্ধতা
দুপুর বারোটায় ছেলের সঙ্গে কথা হল বাড়ির লোকের। আর দেড়টায় বাড়িতে এল ছেলের মৃত্যু সংবাদ। দেড় ঘন্টায় সব ওলটপালট।
পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দাঁরার গ্রাম পঞ্চায়েতের সিংপুর গ্রামে এখন শ্মশানের নিস্তব্ধতা। গ্রামের ছেলে শ্যামল দে শহিদ হয়েছেন।
শুক্রবার অনন্তনাগে ভারতীয় জওয়ানদের উপর জঙ্গিরা অতর্কিত হামলা চালায় । সেই হামলায় এক জওয়ানের মৃত্যু হয়। সেই শহীদ জওয়ানের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের দাঁরার গ্রাম পঞ্চায়েতের সিংপুর গ্রামে।
শহীদ জওয়ান ৯০ সিআরপিএফ পদে কর্মরত ছিলেন। জওয়ানের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ডিসেম্বরে বাড়ি এসেছিলেন তিনি। তারপর থেকে আর বাড়ি আসেননি।
মৃত জওয়ান শ্যামলের বাবা বাদল দে জানান , "আজ দুপুর ১২ সময় বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য ছেলের সঙ্গে কথা হয়েছে। তারপর দুপুর ১:৩০-এ সিআরপিএফ অফিস থেকে ফোন আসে। বলা হয় আপনার ছেলে শহিদ হয়েছেন।"