পেট্রোল, ডিজেলের আগুনছোঁয়া দামে আর তোয়াক্কা নয়, ৭ মাস পরই সমস্যার সমাধান
পেট্রোল, ডিজেলের দামে আর তোয়াক্কা নয়। ২০১৯ সালেই সুখবর আনছে মোদী সরকার। ভারতে পেট্রোল, ডিজেলের উপরেই আম জনতার নির্ভরতা বেশি। জ্বালানির দাম বৃদ্ধি এখন নিত্যদিনের জ্বালা।
এক নাগাড়ে দাম বাড়তে বাড়তে আম জনতার গা সওয়া হয়ে গিয়েছে। তবুও যখন ব্যাপারটা মাত্রা ছাড়া হয়ে যায়, তখনও লাগে ছ্যাঁকা। ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন রাজ্যে আন্দোলনও হয়েছে। এবার সুদিন আসার অপেক্ষা।
ভারতীয় সংস্থা ভারত এনার্জি স্টোরেজ টেকনোলজি (বিইএসটি) দেশে গাড়ি চালানোর উপযুক্ত উন্নতমানের ব্যাটারি উৎপাদন শুরু করছে।
সোমবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সংস্থার উৎপাদিত প্রথম হাই এনার্জি স্টোরেজ ডিভাইসটির উন্মোচন করেন। ২০১৯ সালের মে মাস থেকে এই ব্যাটারির মাধ্যমে গাড়ি চালানো সম্ভব হবে।
শুধু ভারত নয়, দক্ষিণ এশিয়ার বাজারই লক্ষ্য বিইএসটি-র। ইতিমধ্যেই কারখানা তৈরির কাজ শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে।
ছয় থেকে আট মাসের মধ্যে কারখানা তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিভিএস প্রকাশ। উৎপাদন শুরু করা যাবে আগামী বছরের মে মাসের মধ্যে।
দীর্ঘ দিন চলার মতো লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করাই আসল লক্ষ্য বিইএসটি-র। এটা শুধু গাড়ি চালানোর জন্যই ব্যবহৃত হবে না ওই ব্যাটারি দিয়ে টেলিকম টাওয়ারও চালানো যাবে।