Indian Cricket Team: T20 বিশ্বকাপ জয়ের পরই `বড় বিপদে` ভারতীয় ক্রিকেট টিম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ চ্যাম্পিয়নের পরই 'বড় বিপদে' রোহিত-কোহলিরা। গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মারা। কিন্তু এখনও দেশে ফেরার বিমান ধরতে পারেননি তারা।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চলছে ঘূর্ণিঝড় বেরিল। যার জেরে বন্ধ রয়েছে বিমান পরিষেবা। আর সেই কারণেই বিশ্বকাপ জেতার পর দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন রোহিত-কোহলিরা।
জানা গিয়েছে, ভারতীয় দলকে দেশে ফেরানোর জন্য বিসিসিআই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। ক্যারিবিয়ান সময় মঙ্গলবার সন্ধ্যে ৬টা ও ভারতীয় সময় বুধবার ভোরবেলা বিমানে উঠছেন বিরাট-কোহলিরা।
বুধবার রাতে ভারতে পৌঁছবেন বিশ্বকাপজয়ীরা। সেই দেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে। খুব দ্রুতই বিমান পরিষেবা চালু হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
তবে ঘূর্ণিঝড় বেরিল তার তীব্রতা বাড়িয়ে ক্যাটেগরি-৪ ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়েছে দ্বীপপুঞ্জে। তাই বিমান পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই দেশ ছাড়বেন ভারতীয় দলের ক্রিকেটাররা।