লাদাখের প্যাংগং লেক এলাকায় MARCOS কমান্ডো মোতায়েন করল নৌবাহিনী
চিনের সঙ্গে লাদাখে উত্তেজনার মধ্যেই বড়সড় পদক্ষেপ নিল নৌবাহিনী। প্যাংগং লেক এলাকায় MARCOS কমান্ডো মোতায়েন করল নৌসেনা।
গত কয়েক মাস ধরে চলা লাদাখ উত্তেজনার মধ্য়েই পূর্ব লাদাখে বায়ুসেনা তার Garud কমান্ডো ও সেনাবাহিনী তার Para Special Force মোতায়েন করেছে। লক্ষ্য হল লাদাখের প্রতিকুল আবহাওয়ায় এই তিন কমান্ডো বাহিনী সমন্বয়ে এলাকায় চিনা বাহিনীকে ন্যূনতম সুযোগ না দেওয়া।
কেন্দ্রীয় সরকার সূত্রে সংবাদসংস্থা ANI এর খবর,'গত এপ্রিল মাস থেকেই প্যাংগং এলাকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে চিনা সেনা। ওই জায়গার নিরাপত্তার কথা ভেবে সেখানে নৌসেনার MARCOS কামান্ডো মোতায়েন করা হয়েছে।'
উল্লেখ্য, গত ২৯-৩০ অগাস্ট পূর্ব লাদাখে বেশকিছু চূড়ার দখল নেয় সেনা। সেই সময়েও কাজে লাগানো হয়েছিলল স্পেশাল ফোর্স। ওই এলাকায় তার স্পেশাল ফোর্সকে মোতায়েন করেছে চিনও।
প্রসঙ্গত ২০১৬ সালে পঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার পর অপারেশনে নামানো হয় বায়ুসেনার Garuds কামান্ডোদের। তার পর কাশ্মীরের বিশেষ বিশেষ অপারেশনের জন্য দায়িত্ব দেওয়া হতে শুরু হয় Garuds কমান্ডোদের।