Azadi Ka Amrit Mahotsav: স্বাধীনতার ৭৫ পূর্তিতে `সাগর` সুরক্ষায় ভারতীয় নৌসেনার ভূবনজুড়ে উদযাপন, দেখুন ছবিতে

Mon, 15 Aug 2022-12:11 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে ব্রাজিলের রিওতে গিয়ে ডক করেছে আইএনএশ টারকাশ। দর্শকদের দেখার জন্য উন্মুক্ত থাকবে যুদ্ধজাহাজটি। ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবসে ব্রাজিলের রিও ডি জেনিরোর মিউজু দো আমানহা-তে আইএনএস তারকাশে ভারতীয় নৌসেনার ব্যান্ড জনসাধারণের জন্য জনপ্রিয় ব্রাজিলীয় সংগীত পরিবেশন করে। 

আজাদি কা অমৃত মহোৎসবকে সূচিত করে ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস তাবার ১৪ অগস্ট-ই আফ্রিকা মহাদেশের কেনিয়ার মোম্বাসা বন্দরে গিয়ে পৌঁছেছে। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন এস কে সিং।

আইএনএস তরঙ্গিনী ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ অগাস্টের  আগেই ক্যানারি ওয়ার্ফের ওয়েস্ট ইন্ডিয়া ডকে গিয়ে পৌঁছয়। ডেনমার্ক থেকে লন্ডনে সমুদ্রযাত্রায় অংশ নেয় আইএনএস তরঙ্গিনী।

আজাদি কা অমৃত মহোৎসবে অংশ নিতে ওমানের মাসকটে পৌঁছেছে আইএনএস চেন্নাই। এটি ভারতীয় নৌবাহিনীর পশ্চিমী বহরের একটি অংশ। জাহাজের মেগাট্র্যাডিশনে অংশ নেবে আইএনএস চেন্নাই। 

ভারতীয় নৌবাহিনীর আইএনএস সুমেধা অস্ট্রেলিয়ার পার্থে ভেটেরান্স এবং অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের উপস্থিতিতে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ডক করেছে। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে বন্ধু দেশগুলির সহযোগিতায় ভারতীয় নৌসেনা এক অভিনব উদ্যোগ নিয়েছে। আন্টার্কটিকা ছাড়া পৃথিবীর সমস্ত মহাদেশে 'তিরঙা' উত্তোলনের উদ্যোগ নিয়েছে ভারতীয় বায়ুসেনা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link