নিমেষে ধ্বংস করতে পারে চিনের জাহাজ! আরব সাগরে নামল ভারতের নতুন সাবমেরিন

Thu, 12 Nov 2020-6:08 pm,

নিজস্ব প্রতিবেদন:  আরব সাগরে নামল ভারতীয় নৌ-সেনার পঞ্চম স্করপেন সাবমেরিন। বলা যায়, আরেকটু শক্তিশালী হল  ভারতীয় নৌসেনা। বৃহস্পতিবার মুম্বইয়ের মাঝগাঁও ডক থেকে ভারতে তৈরি উন্নততর স্টেলথ্ ডুবোজাহাজ’টিকে আনুষ্ঠানিক ভাবে আরব সাগরে নামানো হল।

বোতাম টিপতেই, জলে নেমে গেল সাবমেরিন। উন্নত ফিচারে প্রযুক্তিতে তৈরি স্করপেন। 

সামুদ্রিক শিকারী মাছের নামে নামকরণ করা হয়েছে এই ডুবো জাহাজের। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবাহিনীর মোকাবিলায় অপরিহার্য ভূমিকা নিতে চলেছে এই  সাবমেরিন। 

 জানা গিয়েছে,‘প্রজেক্ট ৭৫’ প্রকল্পের আওতায় ফরাসি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে উন্নত প্রযুক্তির মোট ৬টি ডুবোজাহাজ বানাচ্ছে ভারত। 

২০১৫ সালে পাওয়া প্রথম ভারতীয় স্করপেন আইএনএস কলভরীকে ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীর কাজে যোগ দিয়েছে। 

প্রায় ৬৭ মিটার লম্বা স্করপেন সাবমেরিন। যার ওজন প্রায় ২ হাজার টন। চওড়া প্রায় সাড়ে ৬ মিটার।  ডিজেল ও বিদ্যুতে চলবে এই সাবমেরিন। 

দীর্ঘক্ষণ জলের তলায় ডুবে থাকতে পারবে এই সাবমেরিন। পাশপাশি নিঃশব্দে  শত্রুপক্ষের উপর নজর রাখতে সিদ্ধহস্ত।   

 

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকছে এই সাবমেরিনে। এবং টর্পেডোও ছুড়তে পারে স্করপেন সাবমেরিন।

এই সাবমেরিনের যুদ্ধ ক্ষমতা ও প্রযুক্তি  নিয়ে গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল বলে খবর। প্রকাশিত হয়েছিল অস্ট্রেলিয়ার এক সংবাদ পত্রিকায়।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link