বিশ্ব সূচকে গত ৫ বছরে আরও শক্তিশালী ভারতীয় পাসপোর্ট

Thu, 21 Feb 2019-10:45 pm,

বিশ্ব সূচকে আরও শক্তিশালী হল ভারতীয় পাসপোর্ট। ভারতীয়দের 'ভিসা অন অ্যারাইভাল' অর্থাত্ কোনও দেশে পা রাখার সঙ্গে সঙ্গে ভিসা মঞ্জুর করছে বহু দেশ। 

১৯৯টি দেশকে নিয়ে বিশ্ব পাসপোর্ট সূচক। ২০১৯ সালের সূচক অনুযায়ী, ভারতর একধাপ উপরে উঠে পৌঁছছে ৬৭-এ। 

গত পাঁচবছরে বিশ্ব পাসপোর্ট সূচকে ৭৭ থেকে ৬৭তম স্থানে উঠে এল ভারত। অর্থাত্ দশটি ধাপ পার করল নয়াদিল্লি। 

বলে রাখি, ভারতীয়দের ভিসা ফ্রি এন্ট্রি দেয় ২৫টি দেশ। ৩৯টি দেশ দেয় ভিসা অন অ্যারাইভাল। 

ভ্রমণ সংস্থা কক্স অ্যান্ড কিংস লিমিটেডের রিলেশনশিপ ম্যানেজার করন আনন্দের কথায়, ''ভারতীয়দের কেউ সন্দেহের চোখে দেখে না। সকলেই জানেন, ভারতীয়রা ছুটি কাটাতে বা ব্যবসায়িক কাজে এসেছেন। এর ফলে এদেশের পাসপোর্টের গুরুত্ব বাড়ছে''।  

আরও একটি কারণ উঠে আসছে। বিদেশ পর্যটক টানতে দরজা উন্মুক্ত করে দিয়েছে মোদী সরকার। ১৬৬টি দেশ ই-ট্যুরিস্ট ভিসা দেয় ট্যুরিজম মন্ত্রক। এর ফলে ২০২১ সালের মধ্যে ভারতে বিদেশি পর্যটকের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে আশা। 

ভারত উন্নতি করলেও ইজরায়েল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশ এগিয়ে রয়েছে। ১৪৬টি দেশে ভিসা ফ্রি এন্ট্রি পান ইজরায়েলিরা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link