মাধ্যমিক পাস হলেই Indian Post Office-য়ে মিলবে চাকরি, কীভাবে আবেদন করবেন?

Mon, 15 Mar 2021-4:25 pm,

নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিক পাশ করলেই মিলতে পারে চাকরি। ভারতীয় ডাক বিভাগে  (India Post) গ্রামীণ ডাক সেবক, ABPM & BPM, Staff Car Driver, Ridder Dispatcher এবং Skilled Artisans পদে পেতে পারেন চাকরি। 

 

ভারত জুড়ে খালি পদের সংখ্যা ২৫৫৮ টি। শিক্ষগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাস। তবে জানতে হবে অঙ্ক, ইংরাজি ও স্থানীয় ভাষা। থাকতে হবে পাস মার্ক। 

৮ মার্চ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। 

তফসিলি জাতি, উপজাতির আবেদনকারীদের বয়স সীমা আরও বেশি। 

আবেদনের শেষ তারিখ- ০৭-০৪-২০২১। আবেদন করতে ক্লিক করুন 

https://indiapostgdsonline.in লিঙ্কে।   ৮ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে আবেদন করা যাবে।

আবেদন সম্পূর্ণ হওয়ার পর যে রেজিস্ট্রশন স্লিপ পাবেন, সেখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন নম্বর। 

 

বেতন হবে ১২ হাজার থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link