পুজোতে এইসব রুটে বিশেষ ট্রেন চালাচ্ছে রেল
দুর্গাপূজার বিপুল যাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। দেশের বিভিন্ন গন্তব্যে ১০৬টি পুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।
পূর্ব রেলের ওইসব ট্রেনগুলি চলবে শিয়ালদহ-আজমের, শিয়ালদহ-আনন্দবিহার, হাওড়া-রক্সৌল, কলকাতা-ছাপরা, আসানসোল-পাটনা, মালদা টাউন হরিদ্বার, কলকাতা-লখনউ, হাওড়া-জম্মু।
ওইসব অতিরিক্ত ট্রেনে থাকবে ৭৭,৭৭২ বার্থ ও ৪৩২০ আসন।
পুজো স্পেশাল ওইসব ট্রেনগুলির মধ্যে ১২টি ট্রেন চলবে শিয়ালদহ-আজমের রুটে। ১২টি ট্রেন চলবে শিয়ালদহ-আনন্দবিহার রুটে ও ১৪টি ট্রেন চলবে হাওড়া-রক্সৌল রুটে।
অন্যদিকে, উতসব উপলক্ষ্যে সাঁতরাগাছি ও চেন্নাইয়ের মধ্যে ৬ জোড়া অতিরিক্ত সুপারফাস্ট ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল। ওইসব ট্রেন চলবে ১২ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত।
দক্ষিণপূর্ব রেল আরও ৭ জোড়া সাপ্তাহিক পুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এগুলি চলবে সাঁতরাগাছি থেকে পুরী পর্যন্ত। ৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে ওইসব ট্রেন।