Train: অলাভজনক রুট, বাংলা, বিহার ও ঝাড়খন্ডের ১৬টি ট্রেন বন্ধ করল রেল

Thu, 21 Oct 2021-11:58 pm,

নিজস্ব প্রতিবেদন: যাত্রী হচ্ছে না ট্রেনে। সে কারণে বেশ কিছু অলাভজনক রুটের ট্রেন বাতিল করল ভারতীয় রেল (Indian Railways)। ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে ১৬টি ট্রেন স্থায়ীভাবে বাতিল করা হল। কোভিড অতিমারির কারণে ট্রেনগুলিতে তেমন যাত্রী হচ্ছিল না বলে এই সিদ্ধান্ত। 

তথ্যের অধিকার আইনে ট্রেন বাতিলের কথা জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। বাতিল ট্রেনগুলি হল- 

-  ১৮৬৩৩ রাঁচি-পটনা এসি এক্সপ্রেস

- ১৮৬৩৪ পটনা-রাঁচি এসি এক্সপ্রেস

- ১২৮৬৫ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস

- ১২৮৬৬ পুরুলিয়া-হাওড়া এক্সপ্লেস

- ২২৮৭৫ খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস

- ২২৮৭৬ পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি এক্সপ্রেস

- ২২৮৮৬ টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদয় এক্সপ্রেস 

- ২২৮৮৫ লোকমান্য তিলক-টাটা অন্ত্যোদয় এক্সপ্রেস 

-২২৮৬১ শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস 

-২২৮৬২ আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস 

- ১৮১১৩ টাটা-রাঁচি ইন্টারসিটি

- ১৮১১৪  রাঁচি-টাটা ইন্টারসিটি

- ২২৮২১ ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস

- ২২৮২২ পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা এক্সপ্রেস

-৬৮৬৪৩ খড়্গপুর-হিজলি ইমু প্যাসেঞ্জার

-৬৮৬৪৪ হিজলি-খড়্গপুর ইমু প্যাসেঞ্জার

বলে রাখি, ২০২০ সালে মে মাসে হাজারিবাগ টাউন রেলস্টেশনকে দেশের ৬০০০তম ওয়াই-ফাই পরিষেবাযুক্ত স্টেশন হিসেবে ঘোষণা করেছিল রেল। কিন্তু তার পর থেকে একটাও যাত্রিবাহী ট্রেন এই স্টেশন নিয়ে যায়নি।       

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link