সেলফি রুখতে ‘কাঁটা দিয়ে কাঁটা’ তোলার চেষ্টা রেলের!
মারণ সেলফি! চলন্ত ট্রেনে কিংবা লাইনে দাঁড়িয়ে ধেয়ে আসা ট্রেনের সামনে সেলফি তুলতে গিয়ে মৃত্যুকে ডেকে এনেছেন অনেকেই। তবুও সেলফি তোলা থেমে থাকেনি। জীবনকে বিপন্ন করে সেলফি তোলার খবর আমরা প্রতিদিন শুনতে পাই। এই মারণ সেলফিকে রুখতে এ বার অভিনব উদ্যোগ নিল রেল।
টিওআই সূত্রে খবর, রেল চত্বরে এবার তৈরি হতে চলেছে সেলফি পয়েন্ট।
দেশ জুড়ে ৭০টি স্টেশনে তৈরি করা হবে সেলফি পয়েন্ট। এই মুহূর্তে পাঁচটি বড় রেল স্টেশনে এই সুবিধা পাওয়া যাবে। সেগুলি হল জয়পুর, বিকানের, উদয়পুর, গান্ধী নগর ও যোধপুর।
রেল সূত্রে খবর, ২০১৮-র ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন হবে।
রেল সূত্রে জানানো হয়েছে, দেশ জুড়ে সেলফি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আহতর সংখ্যা অনেক। সেলফি দুর্ঘটনা রুখতে শীঘ্রই আনা হচ্ছে সেলফি পয়েন্ট। যেগুলি একেবারে নিরাপদ জায়গা। পর্যটকরা এসে এখানে সেলফি তুলতে পারেন।
সেলফি পয়েন্ট ছাড়াও স্টেশনগুলিতে আনা হচ্ছে পানীয় জলের এটিএম। যাত্রী প্রতীক্ষালয়ে থাকছে মোবাইল চার্জিং করা সুবিধা।
শারীরিকভাবে অক্ষম যাত্রীদের জন্য থাকবে হুইল চেয়ারের ব্যবস্থা।