দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের ভাড়া ২৫ শতাংশ কমানোর ভাবনা রেলের

Sudip Dey Wed, 28 Aug 2019-12:24 pm,

লোকশানের হাত থেকে বাঁচতে তেজস, শতাব্দী, ইন্টারসিটি আর দ্বিতল বিশিষ্ট ট্রেনগুলির ভাড়া ২৫ শতাংশ কমিয়ে দেওয়ার কথা ভাবছে রেল।

জানা গিয়েছে, সেই সব ট্রেনের ক্ষেত্রেই এই ২৫ শতাংশ ছাড় কার্যকর করা হবে, যেগুলি গত বছর বেশির ভাগ সময়েই আসন ফাঁকা অবস্থাতেই যাত্রা করেছে।

রেল সূত্রে খবর, কোন কোন ট্রেনের ভাড়ায় এই বিশেষ ছাড় কার্যকর করা হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রতিটি জোনের প্রিন্সিপ্যাল কমার্শিয়াল ম্যানেজার।

সম্প্রতি রেলের একটি নির্দেশিকায় বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে যে ট্রেনগুলির প্রায় ৫০ শতাংশ আসন ফাঁকা ছিল, সেগুলিকে চিহ্নিত করতে হবে। 

ভাড়া কমানোর পর ওই ট্রেনগুলিতে যাত্রীর সংখ্যা ঠিক কতটা বাড়ছে, সিদ্ধান্ত কার্যকর হওয়ার চার মাসের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সব জোনকে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link