Indian Students Can Get British Degrees: দুয়ারেই এবার অক্সফোর্ড-কেমব্রিজ! হাফদামেই হাতে দুরন্ত ডিগ্রি...

Soumitra Sen Wed, 25 Sep 2024-4:46 pm,

প্রাথমিক ভাবে ক্যাম্পাস খুলছে ইন্দোর ও জয়পুরে।

আসলে এই শুরু। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ২৪টি এবার ভারতেই তাদের ক্যাম্পাস খুলছে।

ইন্দোর জয়পুর ছাড়াও সাগরপারের বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলা হবে ভোপাল, পাটনা, কানপুরেও।

এতে ভারতীয় পড়ুয়াদের সত্যিই কী লাভ? আর্থিক দিক থেকে বিশাল লাভ। কেননা, সূত্র বলছে, ওদেশে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে ভারতীয় পড়ুয়াদের বছরপ্রতি ২৫-৩০ লক্ষ টাকা করে খরচ পড়ে। সেই জায়গায়, এক্ষেত্রে খরচ পড়বে অনেক কম-- ১০-১৫ লক্ষ টাকা!

ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যাসোশিয়েশন ২০২৬ সালেই ১ লক্ষ পড়ুয়ার নাম নথিভুক্ত করাতে পারবে বলে আশাবাদী। এর মধ্যে ভারত ছাড়া অন্য দক্ষিণ ভারতীয় দেশের পড়ুয়ারাও আছেন।

এই মুহূর্তে ১৫ হাজার ভারতীয় পড়ুয়া ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন কোর্স করছেন। ক্যাম্পাস খুলে গেলে সংখ্য়াটা বাড়বে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link