নাগপুরের মাঠে ভারতের রেকর্ড ভাল নয়, মরণ কামড় দিতে পারে বাংলাদেশ
আজ অঘোষিত ফাইনাল। ভারত-বাংলাদেশ দুই দলই আজ সিরিজ দখলের লড়াইয়ে নামবে। কিন্তু পরিসংখ্যান বলছে, নাগপুরের এই মাঠে ভারতের জয়ের রেকর্ড খুব একটা ভাল নয়।
ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি দেখছে বাংলাদেশ। এমন ম্যাচে যে তারা মরণ কামড় দেবে তা বলাবাহুল্য। তবে ঘরের মাঠে সিরিজ জয়ের সুযোগ এত সহজে ছাড়তে চাইবেন না ক্যাপ্টেন রোহিত শর্মা। তার উপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দল পরিচালনার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। তিনি সেই দায়িত্ব সর্বোতভাবে পালনের চেষ্টা করবেন।
নাগপুরের এই মাঠে তিনটি টি-২০ ম্যাচ খেলেছে ভারতীয় দল। যার মধ্যে দুটিতেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ২৯ জানুয়ারি ২০১৭-তে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে টি-২০ খেলেছিল ভারত। সেই ম্যাচে ভারতীয় দল পাঁচ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে।
২০০৯ ও ২০১৬ সালে যথাক্রমে শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নাগপুরের এই মাঠে টি-২০ ম্যাচে হেরেছিল ভারতীয় দল। ২২ মাস পর এই মাঠে আজ বাংলাদেশের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
গত দুই ম্যাচে হাত খুলে রান দিয়েছিলেন খলিল আহমেদ। আজ তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তাঁর জায়গায় দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। বাংলাদেশ খেলাতে পারে স্পিনার আরাফত সানিকে।