PICS | IND vs BAN: গম্ভীর-মর্কেলেদের ক্লাসে রোহিতরা, দুয়ারে ভারত-বাংলাদেশ, মহড়া শুরু টিম ইন্ডিয়ার
দলীপ ট্রফির (Duleep Trophy 2024) প্রথম রাউন্ড শেষ হতেই আসন্ন ভারত-বাংলাদেশ সিরিজের (India Vs Bangladesh) প্রথম টেস্টের দল ঘোষণা করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর থেকে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট কানপুরে।
হেড কোচ গৌতম গম্ভীর, সহকারি কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে রোহিত শর্মা অ্য়ান্ড কোং মাদ্রাস ক্রিকেট ক্লাবে মহড়া শুরু করে দিল। আপাতত এখানেই চলবে জাতীয় শিবির। টি-২০ বিশ্বকাপের পর জসপ্রীত বুমরা ফিরলেন দলে। রৌদ্রজ্জ্বল সকালে চিপকে নেমে পড়ল টিম ইন্ডিয়া।
গত অগাস্টেই ভারতীয় দলে নতুন চাকরি পেয়েছেন মর্নি মর্কেল। দক্ষিণ আফ্রিকার তো বটেই সাম্প্রতিক সময়ের সেরা জোরে বোলারদেরই একজন মর্কেল। আসন্ন বাংলাদেশ সিরিজই হতে চলেছে তাঁর রোহিতদের হয়ে প্রথম অ্য়াসাইনমেন্ট। ডানকান ফ্লেচার ছিলেন ভারতের শেষ বিদেশি কোচ। প্রায় একদশক পর ফের কোনও বিদেশি কোচ ঢুকলেন দলে।
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ় খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্য়াটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরা এবং যশ দয়াল।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলি অনীক, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নঈম হাসান এবং খালেদ আহমেদ। (চোটের কারণে ভারতের বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন শরিফুল ইসলাম। বাকি টিম অপরিবর্তিত। পাকিস্তানে বিরুদ্ধে সিরিজে যাঁরা ছিলেন, ভারতের বিরুদ্ধে টেস্ট টিমে থাকছেন তাঁরা সকলেই।)