Indian Woman with Highest Teeth sets Guinness Record: মুখে দাঁতের বাজার বসিয়ে গিনেস বুকে নাম তুললেন ভারতের কল্পনা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কথায় আছে, বত্রিশ পাটি দাঁত বের করে হেসো না! কিন্তু এ একেবারে আটত্রিশ পাটি!
একজন পূর্ণবয়স্ক ব্যক্তির গড়ে যত সংখ্যক দাঁত থাকে, তার থেকে ৬ বেশি। বিশ্বরেকর্ড গড়লেন ভারতের কল্পনা বালান।
একজন মহিলা হিসেবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দাঁতের অধিকারী তিনি। ২৬ বছরের কল্পনা বালানের রয়েছে ৪টি অতিরিক্ত ম্যান্ডিবুলার দাঁত। আর ২টো অতিরিক্ত ম্যাক্সিলারি দাঁত।
তাঁর কৈশোর বয়স থেকেই একটার পর একটা এই অতিরিক্ত দাঁত বেরতে শুরু করে। তবে এই দাঁতের বাজার কল্পনার কোনও যন্ত্রণার কারণ হয়নি। যদিও খাবার সময় দাঁতের ফাঁকে খাবার ঢুকে গিয়ে সমস্যার সৃষ্টি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, কল্পনার এই অতিরিক্ত দাঁতগুলি সহজে তুলে ফেলাও যাবে না। দাঁতগুলি পুরোপুরি বেরনোর পরই একমাত্র 'প্রসিডিওর' করা যাবে।
ওদিকে মহিলা হিসেবে বিশ্বের সর্বাধিক দাঁতের অধিকারী হয়ে গিনেস বুকে নাম তুলে খুশি কল্পনা। তিনি বলছেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলে আমি খুব খুশি। এটা আমার সারা জীবনের একটা অ্যাচিভমেন্ট।"
প্রসঙ্গত, পুরুষ হিসেবে বিশ্বের মধ্যে সর্বাধিক দাঁতের অধিকারী হওয়ার রেকর্ড রয়েছে কানাডার এভানো মেলোনের। তাঁর মোট দাঁতপাটির সংখ্যা ৪১।