২০১৮-১৯ মরসুমে ঠাসা ক্রীড়াসূচি, ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বিরাটবাহিনী

Sat, 17 Feb 2018-8:56 pm,

২০১৯ সালের বিশ্বকাপের আগে বিরাট কোহলিদের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ২০১৮-১৯ মরসুমে প্রায় ৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত। এর মধ্যে প্রায় ৩০টি একদিনের ক্রিকেট ম্যাচ। রয়েছে ১২টি টেস্ট ও ২১টি টি-২০। 

ক্রীড়াসূচি দেখার পর বিরাটভক্তদের আশা, কোহলি যে ফর্মে রয়েছেন, তাতে ৩০টি একদিনের ম্যাচে আরও ১০টি শতরান অপেক্ষা করে রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাকি আর মাত্র ৩টি টিটোয়েন্টি ম্যাচ। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ দিয়ে শেষ হবে ২০১৭-১৮ সালের মরসুম। ভারত ছাড়া বাকি খেলবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। 

এপ্রিলে আইপিএলের বোধন দিয়ে শুরু হবে ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেট মরসুম।

জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টিটোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় দলের অভিযান। 

জুনে বেঙ্গালুরুতে আফগানিস্তানের সঙ্গে ঐতিহাসিক টেস্ট খেলবে ভারত। 

 

জুলাই থেকে শুরু হবে আড়াই মাসের ইংল্যান্ড সফর। ওই সফরে রয়েছে ৫টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি। 

এশিয়া কাপের জায়গাও রাখা হয়েছে। তবে স্থান ও তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রায় ৯টি একদিনের ম্যাচ খেলতে হতে পারে। 

অক্টোবরে ভারতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে  ২টি টেস্ট, ৫টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি খেলবেন বিরাটরা। 

ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ায় কঠিন সফর। নভেম্বর-ডিসেম্বরে ডাউন আন্ডারে রয়েছে ৪টি টেস্ট, ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টিটোয়েন্টি। 

নিউজিল্যান্ডে টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তাদের যুক্তি, ভারতীয় সময় রাত সাড়ে তিনটেয় খেলা শুরু হওয়ায় বাণিজ্যিকভাবে সিরিজ লাভজনক নয়। ২০১৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথমভাগে কিউয়িদের দেশে ৫টি ওয়ান ডে ও ৫টি টিটোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। 

২০১৯ সালের ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে রয়েছে ৫টি ওয়ান ডে ও ২টি টিটোয়েন্টি। 

 ২০১৮-১৯ মরসুমের শেষে ভারতে আসবে জিম্বাবোয়ে। মার্চে তারা ৩টি টিটোয়েন্টি ম্যাচ খেলবে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link