Air Pollution: দূষণে দমবন্ধ! বিশ্বের শীর্ষ ১০ দূষিতের তালিকায় ভারতের ৫

Tue, 14 Nov 2023-12:31 pm,

অয়ন ঘোষাল: বিশ্ব বায়ু দূষণের নিরিখে ফের তৃতীয় স্থানে উঠে এল দিল্লি। মাঝে বৃষ্টির জেরে রাজধানী নেমে গিয়েছিল। চলে গিয়েছিল দশের নিচে। বৃষ্টি কমতেই ফের বিষাক্ত হল রাজধানীর ফুসফুস। 

 

প্রতিবেশী রাজ্য বিহারের রাজধানী পাটনা উঠে এল দ্বিতীয় স্থানে। তবে উদ্বেগ বাড়িয়ে বিশ্ব দূষণ মানচিত্রে আজ ভোরে পশ্চিমবঙ্গের একাধিক মফস্বল ও শহরের নাম উঠে আসায় প্রমাদ গুনছেন পরিবেশবিদ ও সমীক্ষকরা। 

 

এর মধ্যে রয়েছে হুগলির চন্দননগর, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, বসিরহাট, বনগাঁ। হাওড়া শহর এবং উলুবেড়িয়া উঠে এসেছে বিশ্বের দূষিততম শহরের ক্রমতালিকায়। যথাক্রমে ২৮ এবং ২৯ তম স্থানে। 

সেই তুলনায় আজ কিছুটা স্থিতিশীল কলকাতা। যা আছে বিশ্ব দূষণ তালিকার ৩১ নম্বরে। যদি শুধু কলকাতার দিকে তাকানো যায়, তাহলে ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে ফোর্ট উইলিয়াম। 

ময়দান ঘেঁষা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লাগোয়া আপাত দৃষ্টিতে সবুজে ঘেরা নির্মল ফোর্ট উইলিয়াম আজ অস্বাস্থ্যকর বলেই চিহ্নিত হয়েছে ভোরের দূষণ ইনডেক্সে। যেখানে AQI মাত্রা ২৪৪। পাশাপাশি দক্ষিণ শহরতলির যাদবপুর এলাকা রোজই উদ্বেগ বাড়াচ্ছে। সেখানে আজ ভোর সাড়ে ৫ টার AQI মাত্রা ২৩৭।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link