ভয় পাওয়াচ্ছে দিল্লি, সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের গতিপথ আবারও ভয় পাওয়াচ্ছে। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারের আগে পরে ঘোরাফেরা করলেও দিল্লির করোনা আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটা বেড়ে গিয়েছে।
পাশাপাশি দৈনিক মৃত্যুও সংখ্যাও রয়েছে ৫০০-র বেশি। গত ১ মাস ধরে দেশে একটু একটু করে কমছিল সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু সপ্তাহ শুরুতে তা আবারও বেড়ে গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৫ জন।
বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে আমেরিকা। সেদেশে কোটি ছাড়িয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
করোনা এখনও অবধি ভারতে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১১ জন। দেশের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। তবে গত দুদিনে ভয় দেখাচ্ছে দিল্লির করোনা আক্রন্তের সংখ্যা।
আক্রান্ত এবং মৃত্যু বৃদ্ধির মধ্যেই স্বস্তির ছবি দেশের সুস্থতার হারে। দেশের মোট আক্রান্তের মধ্যে ৯৩.৬৮ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ২৪ জন।
পশ্চিমবঙ্গের দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও আগের থেকে কম। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৯১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এ রাজ্যে। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৪ লক্ষ ৫৬ হাজার ৩৬১ জন। যদিও তার মধ্যে ৪ লক্ষ ২৩ হাজার ১২৯ জন রোগী সুস্থও হয়েছেন। রাজ্যে দৈনিক মৃত্যুও ৪৯।