দেশে প্রথম ‘ঝুলন্ত রেস্তোরাঁ’
দেশের এই প্রথম ‘ঝুলন্ত রেস্তোরাঁ’ তৈরি হল বেঙ্গালুরুতে।
প্রায় ১৬০ ফুট উঁচুতে বসে নানা পদের স্বাদ নিতেই পারেন মন ভরে। আর নীচে তাকালেই দেখতে পাবেন নাগাওয়ারা লেক, মান্যতা টেকপার্ক এবং বেঙ্গালুরু সবুজ অরণ্য।
‘উড়ন্ত’ রেস্তোরাঁতে রয়েছে ২২টি আসন। প্রত্যেকটি চেয়ারে তিনটি করে বেল্ট রয়েছে। শুধুমাত্র ওই বেল্ট বেঁধেই ১৬ তলা ভবন সমান উঁচুতে খাওয়া-দাওয়া করতে পারেন।
রেস্তোরাঁর নাম ফ্লাইং ডাইনিং।
প্রতি দিন এই রেস্তোরাঁর মেনুতে থাকছে গ্রিলড চিকেন, সব্জির, ভাত, স্ন্যাক্স, জুস-সহ আরও নানা পদ।
আকাশে ডিনার টাইম পাবেন মাত্র এক ঘণ্টা। গর্ভবতী মহিলা এবং শিশুদের এই রেস্তোরাঁয় প্রবেশে অনুমতি নেই।
এই রেস্তোরায় খেতে গেলে মাথা পিছু প্রায় ৭ হাজার টাকা খরচ করতে হবে আপনাকে।