India’s Pink-Ball Test Record: অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট, রইল গোলাপি বলে ভারতের রেকর্ড, সর্বাধিক রান-উইকেট কার?

Thu, 05 Dec 2024-8:13 pm,

পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক রোহিত শর্মা ছিলেন পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টে সহ-অধিনায়ক জসপ্রীত বুমরার কাঁধেই সঁপে দেওয়া হয়েছিল নেতৃত্বের গুরুভার। তাঁর অসাধারণ বোলিং ও দুর্দান্ত নেতৃত্বে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-০ এগিয়ে গিয়েছে। পারথ এখন অতীত, আগামিকাল, ৬ ডিসেম্বর থেকে এবার অ্যাডিলেডে শুরু ইন্দো-অজি দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের খেলা। এই প্রতিবেদনে রইল গোলাপি বলে ভারতের এখনও পর্যন্ত রেকর্ড। এর সঙ্গেই জানুন গোলাপি বলে ব্যাট-বলে মাত করেছেন কে!

ভারতের গোলাপি ইতিহাস মাত্র চার টেস্টের। ভারত প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলেছিল ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে। সেই ইতিহাসের সাক্ষী ছিল ক্রিকেটের নন্দনকানন- ইডেন গার্ডেন্স। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায় নজির গড়েছিলেন। বিরাট কোহলির ভারত মোমিনুল হকের বাংলাদেশকে ইনিংস ও ৪৬ রানে জিতেছিল। ২০২০ সালে এই অ্যাডিলেডেই ভারত দ্বিতীয় গোলাপি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল ৮ উইকেটে। চারবছর আগে এই টেস্টেই ভারত অলআউট হয়েছিল মাত্র ৩৬ রানে। যা আজও  ভারতের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন স্কোর। এরপর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত তৃতীয়বার দিন-রাতের টেস্ট খেলেছিল। ইংরেজদের বিরুদ্ধে ভারত জেতে ১০ উইকেটে। ২০২২ সালে ভারত শেষবার খেলেছে গোলাপি বলে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত জিতেছিল ২৩৮ রানে।

 

এই তালিকায় একে রয়েছেন বিরাট কোহলি (৪ ম্যাচে ২৭৭ রান, গড় ৪৬.১৬), দুয়ে রোহিত শর্মা (৩ ম্যাচে ১৭৩ রান, গড় ৪৩.২৫), তিনে শ্রেয়স আইয়ার ( ১ ম্যাচে ১৫৯ রান, গড় ৭৯.৫০)

 

এই তালিকায় একে রবিচন্দ্রন অশ্বিন (৪ ম্যাচে ১৩.৮৩-এর গড়ে ১৮ উইকেট), দুয়ে অক্ষর প্যাটেল (২ ম্যাচে ৯.১৪-এর গড়ে ১৪ উইকেট) তিনে এবার পেসার। তিনি উমেশ যাদব (২ ম্যাচে ১৫.৫৪-এর গড়ে ১১ উইকেট)

 

এখনও পর্যন্ত ভারত গোলাপি বলে চারটি দিন-রাতের টেস্ট খেলেছে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারত প্রথমবার গোলাপি বলে খেলে ৩৪৭/৯ ডিক্লেয়ার করেছিল। এখনও পর্যন্ত এটাই সর্বাধিক। শেষবার অ্যাডিলেড সফরে ৩৬ রানে অলআউট হওয়াই সর্বনিম্ন স্কোর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link