Tulip In kashmir : পাহাড়ের কোলে, লেকের পাশে বর্ণিল ফুলসম্ভার! কোথায় এ পুষ্পিত বসন্ত?

Soumitra Sen Tue, 14 Mar 2023-3:13 pm,

কাশ্মীরের শ্রীনগরের পাহাড়ঘেরা ডাল লেক-লাগোয়া এই টিউলিপবাগানের নাম 'ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন'। 

 

টিউলিপের চোখজুড়নো সৌন্দর্য এখন দর্শকের অপেক্ষায়। গোটা এশিয়া মহাদেশে এর চেয়ে বড় টিউলিপবাগান আর নেই। ইতিমধ্যেই এ বাগানে নানা রকম, নানা রংয়ের টিউলিপ ফুটে উঠেছে।

এই টিউলিপবাগানে ঘুরতে হলে ৫ বছরের বেশি বয়সী ভারতীয় পযর্টক ও দর্শনার্থীকে দিতে হবে ৬০ টাকা। বিদেশি পযর্টকদের জন্য প্রবেশমূল্য ১৫০ টাকা।

প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে কাশ্মীরের টিউলিপবাগান। আশা করা যাচ্ছে, আগামী মাসের শেষ নাগাদ বাগানটিতে রং-বেরঙের টিউলিপ ফুটে থাকবে। ওই সময় পর্যন্তই পর্যটক ও দর্শনার্থীরা বাগানটি উপভোগ করতে পারবেন।

খুব বেশি দিনের কথা নয়। ২০০৮ সালে কাশ্মীরে গড়ে তোলা হয় এই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। ওই সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজাদ। শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে পর্যটকের মনোযোগ কাড়তেই এশিয়ার সবচেয়ে বড় টিউলিপবাগানের এই উদ্যোগের শুরু।

টিউলিপবাগানটির তত্ত্বাবধানের দায়িত্বে যাঁরা তাঁরা জানান-- নিয়মিত টিউলিপের নতুন নতুন জাত যুক্ত করা হচ্ছে। বাগানটিতে ফুলের মান ধরে রাখতে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link