এই প্রথম কোনও ভারতীয় উঠলেন `লেনিনের মাথা`য়! বাংলা থেকে সটান পৃথিবীর ছাদে...
শৃঙ্গাভিযানের লক্ষ্যে বাংলা (কলকাতা) থেকে সটান পৃথিবীর ছাদে পাড়ি দিয়েছিলেন এই পাঁচজন।
মধ্য এশিয়ার পামির মালভূমির অন্যতম উচ্চতম লেনিন শৃঙ্গকে (৭১৩৪ মিটার) পাখির চোখ করে কিরঘিজস্তানের মাটিতে পৌঁছেছিলেন পাঁচ পর্বতারোহী।
লেনিনের বেসক্যাম্প থেকে যাত্রা শুরু করেছিলেন দেবাশিস-মলয়েরা। শীর্ষে পৌঁছন একজনই। প্রথম ভারতীয় হিসেবে লেনিন শৃঙ্গের মাথায় পৌঁছন তিনি।
শুধু লেনিনই নয়, গত মাসে কিরঘিজস্তান পৌঁছে একাধিক শৃঙ্গে পা ফেলেছেন বাংলার এই ক্লাইম্বাররা।
প্রথম ভারতীয় পর্বতারোহী হিসেবে পামিরের উচিটেল (৪৫৪০ মিটার), ভিল্কসম (৪২৭২ মিটার) শৃঙ্গেও আরোহণ করেন তাঁরা। লেনিনশীর্ষে যাওয়ার আগে একটি পড়শিশৃঙ্গও ছুঁয়ে আসেন দেবাশিসেরা।
আগাগোড়া এ এক অসাধারণ অভিযান, মনে রাখার মতো। ফিরে ফিরে দেখার মতো। বিপদসংকুলও। খরস্রোতা নদীর উপর দিয়ে জীবন বাজি রেখে যাওয়া, বৃষ্টির মুখোমুখি হওয়া, পথের নানা প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নেওয়া।