Ice Wall Climbing Race: লাদাখে বরফ দেওয়াল বেয়ে ওঠার ভয়ঙ্কর প্রতিযোগিতা, দেখুন ছবিতে
হাড় কাঁপানো ঠান্ডা। তার মধ্যেই বরফের দেওয়া বেয়ে উপরে ওঠা। একটু এদিক ওদিক হলেই সাক্ষাত মৃত্যু। শনিবার লাদাখে এমনই এক প্রতিযোগিতার আয়োজন করেছিল ইন্দো-টিবেটান বর্ডার পুলিস।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ১০০ প্রতিযোগী। আইটিবিপির তরফে সেই ভিডিয়ো ছবি শেয়ার করা হয়েছে বাহিনীর টুইটার হ্য়ান্ডেলে।
প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন লাদাখের লেফটেন্য়ান্ট গভর্নর।
লাদাখের হাড় কাঁপানো ঠান্ডায় পাহাড়ের গায়ে জমে বরফ জমে তৈরি হয়েছে বরফের দেওয়াল। তাতেই হাতের কুঠার দিয়ে বরফ কেটে এগিয়ে চলেছেন প্রতিযোগীরা।
উল্লেখ্য, পাহাড়ের কঠিন আবহাওয়ায় লড়াইয়ের জন্য তৈরি হয়েছে আইটিবিপি। কারাকোরাম পাস থেকে অরুণাচল প্রদেশের জাসপ লা পর্যন্ত ৩৪৮৮ কিলোমিটার বিশাল এলাকা প্রহরা দিয়ে চলেছে বিশেষ প্রশিক্ষিত এই বাহিনী। কখনও কখনও তাপমাত্রা নেমে যায় ৪৫ ডিগ্রির নীচে। তার মধ্য়েই দেশের সীমান্ত পাহারা দিয়ে চলেছে ওই বাহিনী।