মাউন্ট আগুং ফুঁড়ে অগ্নুৎপাত, আশঙ্কা বালিতে, দেখুন ভয়াবহ ছবি
জেগে উঠতে পারে মাউন্ট আগুং, সেপ্টেম্বরেই জারি করা হয়েছিল সতর্কতা, এরপর থেকেই স্থানীয়দের ওই এলাকা থেকে সরানোর কাজ শুরু হয়
ছবি-টুইটার এবং ফেসবুক
যে কোনও সময় মাউন্ট আগুং থেকে লাভ উদগিরণ হতে পারে বলেও জারি করা হয়েছে সতর্কতা
১৯৬৩ সালের মত এবারেও যেন স্থানীয়দের উদ্ধার করতে বেশি দেরী না হয়, আশঙ্কা ফুটে উঠেছে সাধারণ মানুষের মধ্যে
মাউন্ট আগুং-এর ১২০টি মুখ থেকে অগ্নুতপাত হতে পারে বলেও জারি করা হয়েছে সতর্কতা
এর আগে ১৯৬৩ সালে একবার জেগে উঠে মাউন্ট আগুং আগ্নেয়গিরি, ওই সময় প্রায় ১৬০০ মানুষের প্রাণ যায়
বালি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে লম্বক দ্বীপেও জারি করা হয়েছে সতর্কতা
জানা যাচ্ছে, শুধু সোমবারই বালি আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০টি বিমান বাতিল করা হয়েছে, যার জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন কমপক্ষে ৬০ হাজার যাত্রী
সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বালি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে বলে প্রথমে জানানো হয়েছিল, কিন্তু পরে সেই সময় আরও বাড়িয়ে দেওয়া হয়
সোমবার থেকে যেভাবে মাউন্ট আগুং জেগে উঠতে শুরু করেছে, যে কোনও সময় তা ভয়াবহ আকার নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার প্রশাসন
মাউন্ট আগুং থেকে ধোঁয়া বেরোনো শুরু হতেই স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়
যে কোনও মুহূর্তে মাউন্ট আগুং থেকে অগ্নুতপাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে
সোমবার সকাল ৬টা থেকে মাউন্ট আগুং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়