মুরগীর চামড়া দিয়ে জুতো বানিয়ে রাতারাতি ভাগ্য বদলে গেল যুবকের
বুদ্ধি এবং সদিচ্ছা থাকলে উপায় ঠিক হয়! সেটাই প্রমাণ করলেন এক যুবক। ইন্দোনেশিয়ার সেই যুবক মুরগী পায়ের চামড়া থেকে জুতো বানিয়ে রাতারাতি খ্যাতি অর্জন করেছেন।
২০১৭ সাল থেকে জুতো প্রস্তুত করছে নুরমান ফারিয়েকা নামের সেই যুবকের সংস্থা হিরকা। এবার তারা মুরগীর পায়ের চামড়া থেকে জুতো বানিয়েছে। বর্জ্য ব্যবহার করে জুতো প্রস্তুত মূল উদ্দেশ্য ছিল নুরমানের। তাই এমন উদ্যোগ বলে জানান তিনি।
নুরমান বলেছেন, রোজ হাজার হাজার মুরগীর পা ফেলে দেওয়া হয়। সেগুলো আমরা সংগ্রহ করি। তার পর চামড়া প্রক্রিয়াজাত করা হয়। মুরগীর চামড়া থেকে তৈরি জুতো দেখতেও যেমন সুন্দর তেমনই আরামদায়কও।
একটি জুতো প্রস্তুত করতে কমপক্ষে ৪৫টি মুরগীর পায়ের চামড়া লাগে। ৩৫ থেকে ১৪০ ডলারের দামে বিক্রি হয় সেইসব জুতো।
দেখতে আর পাঁচটা চামড়ার জুতোর সঙ্গে খুব একটা তফাত নেই। তবে মুরগীর চামড়ার জুতো পরতে বেশ আরাম লাগে বলে জানিয়েছেন নুরমান।