INDvsSL, Pink Ball Test: বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে নামার আগে ছবিতে দেখুন Team India-র প্রস্তুতি

Sabyasachi Bagchi Thu, 10 Mar 2022-11:01 pm,

১২ মার্চ বেঙ্গালুরুতে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। দিন রাতের এই পিঙ্ক বল টেস্টকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবি: বিসিসিআই 

 

শেষ বার ২০১৯ সালে শতরান করেছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে। এ বার ফের একটা দিন-রাতের টেস্ট খেলতে নামছেন 'কিং কোহলি'। ১০১তম টেস্ট খেলতে নামা কোহলির শতরানের দিকে তাকিয়ে ক্রিকেট দুনিয়া। নেটে নিজেকে উজার করে দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক। ছবি: বিসিসিআই

প্রথম টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৫৮ রান করেছিলেন হনুমা বিহারী। কেরিয়ারের প্রথম পিঙ্ক বল টেস্টে নজর কাড়তে চাইছেন এই ডানহাতি ব্যাটার। ছবি: বিসিসিআই 

হেড কোচ রাহুল দ্রাবিড় ও  ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে চলে ভারতীয় দলের অনুশীলন। সবাইকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন দুজন। ছবি: বিসিসিআই 

প্রথম টেস্টে ৩৩ রানেই ফিরে যান ময়ঙ্ক আগরওয়াল। তিনিও বড় রানের অপেক্ষায় রয়েছেন। ছবি: বিসিসিআই

রোহিত শর্মা ও ময়ঙ্ক আগরওয়াল সম্ভবত এই ম্যাচেও ওপেন করবেন। এই ম্যাচেও দলের বাইরে থাকবেন শুভমন গিল। তবুও নেটে নিজেকে উজাড় করে দিচ্ছেন পঞ্জাব তনয়। ছবি: বিসিসিআই 

দিন-রাতের টেস্ট খেলতে নামার আগে খোশমেজাজে অক্ষর প্যাটেল, কোনা ভারত ও প্রিয়ঙ্ক পাঞ্চাল। ছবি: বিসিসিআই 

অনুশীলন শুরুর আগে ফিটনেস ট্রেনিং এবং ওয়ার্ম আপ করতে ব্যস্ত মহম্মদ সিরাজ ও জয়ন্ত যাদব। ছবি: বিসিসিআই 

চোট সারিয়ে দলে ফিরেছেন অক্ষর প্যাটেল। বেঙ্গালুরুতে পিঙ্ক বল টেস্টে ফের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা প্রবল তাঁর। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট অনবদ্য পারফর্ম করেছিলেন তিনি। ৭০ রানে ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। ছবি: বিসিসিআই

প্রথম টেস্টে দাগ কাটতে পারেননি জয়ন্ত যাদব। তাঁর জায়গায় এই টেস্টে দলে আসতে পারেন অক্ষর প্যাটেল। তবুও অনুশীলনে কোনও খামতি রাখছেন না জয়ন্ত। ছবি: বিসিসিআই 

মহম্মদ সিরাজকেও দেখা যায় অনুশীলনে বাড়তি চেষ্টা করতে। পিঙ্ক বল টেস্ট পেসাররা একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে। গত টেস্টে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা পেস বিভাগ সামলেছিলেন। এখন টিম ম্যানেজমেন্ট তিন জোরে বোলার খেলায় কিনা সেটাই দেখার। ছবি: বিসিসিআই

 

প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও উমেশ যাদবও নিজের যাবতীয় অস্ত্র ঝালিয়ে নিচ্ছেন। বাংলাদেশের বিরদ্ধে ভারতের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্টেও অনবদ্য বোলিং করেছিলেন উমেশ।  ছবি: বিসিসিআই 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link