INDvsWI: টিম মিটিং করছেন Rohit Sharma, মুখ ঘুরিয়ে অদ্ভুত মেজাজে Virat Kohli, ছবিতে দেখুন

Fri, 04 Feb 2022-9:57 pm,

প্রথমবার পূর্ণ দায়িত্ব পেয়েছেন। একই বিপক্ষের বিরুদ্ধে সামনে রয়েছে দুটি সিরিজ। একদিনের প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সতীর্থদের উদ্বুদ্ধ করছেন রোহিত শর্মা। বাকিরা নতুন নেতার কথা মন দিয়ে শুনলেও, মুখ ঘুরিয়ে রয়েছেন বিরাট। এই ছবিকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।

এই প্রথমবার রোহিতের নেতৃত্বে খেলবেন বিরাট। কেমন হবে দুই তারকার সমীকরণ? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। ইগো ভুলে রোহিতের নেতৃত্ব নিজের সেরাটা কি দেবেন বিরাট? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

৫২.৪৩ গড়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৭৩ রান করেছেন সচিন তেন্ডুলকর। আসন্ন একদিনের সিরিজে ‘হিট ম্যান’-এর কাছে সুযোগ থাকবে সচিনকে টপকে যাওয়ার। বর্তমানে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রোহিতের ঝুলিতে রয়েছে ১৫২৩ রান। ফলে অর্ধ শতরান করলেই তিনি স্পর্শ করে ফেলবেন সচিনকে।

২০১৯ সালের বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পরপর  দুটি শতরান করেছিলেন। এরপর থেকে একদিনের ফরম্যাটে ‘কিং কোহলি’-র ব্যাট থেকে শতরান আসেনি। তবে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এ বার তিনি চাপমুক্ত। সেটা যেন কোহলির বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যাচ্ছে।  

হেড কোচ হিসেবে প্রথম বিদেশ সফরে ব্যর্থ তিনি। টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে হারের পর একদিনের সিরিজেও চুনকাম হয়েছে টিম ইন্ডিয়া। তবে খারাপ স্মৃতি ভুলে রোহিতকে নিয়ে এগোতে চাইছেন রাহুল।  

গত দক্ষিণ আফ্রিকা সফর পন্থের কাছে ভাল-মন্দ মিশিয়ে কেটেছে। কেপটাউনে আয়োজিত শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ৮৫ রান। তবে একইসঙ্গে মোক্ষম সময় উইকেট ছুড়ে দেওয়ার জন্য প্রবল সমালোচিত হয়েছেন। কারণ এই তরুণের থেকে প্রত্যাশা অনেক বেশি। তবে প্রত্যাশার চাপকে গুরুত্ব না দিয়ে ফুরফুরে মেজাজে রয়েছেন পন্থ।

টেস্ট কিংবা সীমিত ওভার, নিজের জাত চিনিয়েছেন এই মুম্বইকর। পেস বোলার থেকে নিজেকে একজন  অলরাউন্ডার হিসেবে তুলে ধরেছেন শার্দূল। তাঁকে নিয়েও প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

তিনটি একদিনের ম্যাচে তাঁর খেলা নিশ্চিত ছিল। তবে করোনা আক্রান্ত হওয়ার পর আপাতত নিভৃতবাসে রয়েছেন শিখর ধওয়ান। গব্বরের সঙ্গে আক্রান্ত ঋতুরাজ গায়েকোয়াড়, শ্রেয়াস আইয়ার এবং নভদীপ সাইনি। তাই পরিবর্ত হিসেবে দলে এসেছেন ময়ঙ্ক আগরওয়াল ও ইশান কিষাণ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link