INS Arighat: `অরিহন্তে`র পরে `অরিঘাত`! পরমাণুশক্তির জোড়া ফলায় ভারত এবার মহাসমুদ্রেও মহাশক্তিধর...

Soumitra Sen Fri, 30 Aug 2024-4:36 pm,

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতে, ভারতের পারমাণবিক শক্তিকে আরও জোরদার করবে এই 'আইএনএস অরিঘাত'।

সম্ভাব্য রণপরিস্থিতিতে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং উপমহাদেশীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য প্রতিষ্ঠা করতে সামরিক শক্তিতে ভারতের এই নয়া সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাত--এই দুই জোড়া পারমাণবিক ফলার উপস্থিতিতে সহজে ভারতকে ঘাঁটাতে চাইবে না তার কোনও শত্রু-- এমনটাই মনে করা হচ্ছে। 

রাজনাথ সিং বলেন, ভারত উন্নত দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে। প্রতিরক্ষা-সহ প্রতিটি ক্ষেত্রেই আমাদের দ্রুত এগোতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি, আমাদের শক্তিশালী সামরিক বাহিনীও জরুরি।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, 'অরিঘাতে'র নকশা, এর নির্মাণ-- সবই হয়েছে একান্ত দেশীয়রীতিতে। এতে যেসব সিস্টেম ব্যবহার করা হয়েছে, তা খাঁটি দেশি।

'অরি' মানে শত্রু। আর আন্তর্জাতিক দুনিয়ায় প্রতিপক্ষ তো 'অরি'ই। ফলে, এই  'অরিঘাত' যে ভারতের হয়ে রণক্ষেত্রে অনেক অরিকেই নিপাত করবে তা নিয়ে কোনও সন্দেহই নেই। কী ভাবছে চিন?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link