ভাসুরের জন্মদিনে নিকের হাত ধরে `হট` লুকে হাজির প্রিয়াঙ্কা

Sun, 18 Aug 2019-5:02 pm,

১৫ অগাস্ট ৩০-এ পা দিয়েছেন জো জোনাস। সেই উপলক্ষে শুক্রবার নিউ ইয়র্কে করা হয়েছিল এলাহি পার্টির আয়োজন।

জো জোনাসের এই বার্থ ডে পার্টির থিম ছিল জেমস বন্ড। থিম অনুযায়ী আমন্ত্রিতরা সেজেছিলেন সাদা ও কালো পোশাকে। কালো পোশাকে কার্যত 'ট্যুইনিং' করছিলেন নিক-প্রিয়াঙ্কা। 

পার্টির জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন খ্যাতনামা ডিজাইনার রালফ অ্যান্ড রুশোর তৈরি পোশাক। নিকের পরনে ছিল কালো টাক্সিডো।

প্রিয়াঙ্কার পায়ে ছিল ডিজাইনার ব্র্যান্ড আমিনা মুয়াদি আডওয়ার ক্রিস্টাল স্যান্ডেল। হাতে 'জিমি চু'র ক্লাচ ব্যাগ।

প্রিয়াঙ্কার কানে ছিল 'ওয়াল্টার্স ফেইথ স্যাকসন'-এর হীরের কানের দুল। 

কালো কাট-আউট ড্রেসে সবার নজর কেড়েছেন জো জোনাস ঘরণী সোফি টার্নার। জো পরেছিলেন সাদা স্যুট ও কালো প্যান্ট।

জনপ্রিয় অভিনেতা এমিলিও ভিটলো ও মাইকেল পার্কও উপস্থিত ছিলেন পার্টিতে।

এই মুহূর্তে উত্তর আমেরিকা ও ইউরোপে 'হ্যাপিনেস বিগিনস' ট্যুর করছেন নিক, জো, কেভিন জোনাসের গানের ব্যান্ড 'জোনাস ব্রাদার্স'। এর আগেই ওয়াশিংটন ডিসির কনসার্টে কেক নিয়ে জো জোনাসের জন্মদিন পালন করেছিলেন সোফি। আগামী বছর ২২ ফেব্রুয়ারি শেষ হবে তাঁদের এই ট্যুর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link