New York-এ প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ `সোনা`, উঁকি দেওয়া যাক অন্দরমহলে
নিক জোনাস ও বন্ধু মণীশ গোয়েলের সঙ্গে মিলে নিউ ইয়র্কে নতুন রেস্তোরাঁ খুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নাম রেখেছেন 'সোনা'। যে নামটি নাকি নিকের পছন্দ করা। চলুন ঘুরে দেখা যাক 'সোনা'র অন্দরমহল।
প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ সোনার অন্দরমহলের এই ছবি শেয়ার করেন ডিজাইনার মেলিসা বাওয়ার্স। তিনি লেখেন, রেস্তোরাঁর অনন্দরমহল পুরনো প্রাসাদের আঙ্গিকে ডিজাইন করা হয়েছে।
নিউ ইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার এই ভারতীয় রেস্তোরাঁটি সাজিয়েছেন অস্ট্রেলিয়ান মেলিসা বাওয়ার্স। তিনিই রেস্তোরাঁতে ঝোলানো ঝাড়বাতির ছবি শেয়ার করেন। প্রিয়াঙ্কার রেস্তোরাঁ সাজানোর সুযোগ পাওয়ার জন্য তিনি ধন্যবাদ জানাতেও ভোলেননি।
সোনা রেস্তোরাঁটি আকারে লম্বা। বসার জায়গাগুলি রয়েছে ধার ঘেঁষে এবং মাঝে। রেস্তোরাঁর মাঝে থামগুলি সোনালি রঙের, খানিকটা ভারতীয় প্রাসাদের আদলে তৈরি। মেঝে কাঠের তৈরি। গোটা রেস্তোরাঁটিই সোনালি থিমে সাজানো।
প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁর রান্নাঘর থেকে এই ছবিটি শেয়ার করেন শেফ হরি নায়েক। ক্যাপশানে লিখেছিলেন ''ঝড় ওঠার আগে শান্ত।'' অর্থাৎ ছবিটি খাবার তৈরির আগের মুহূর্তে তোলা।
প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁ 'সোনা'র বার কাউন্টার। যেখানে থাকছে টাকিলা শট থেকে শুরু করে দেশি-বিদেশি নানান পানীয়।
প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের রেস্তোঁরা 'সোনা'র মেনুতেও রয়েছে বেশ একটি সুস্বাদু খাবার। রয়েছে নিউ ইয়র্ক নান / কুলচা, অ্যাপমস, নারকেল ভিত্তিক খাবার, কোফতা কোরমা, চিলি চিজ নান সহ আরও বেশকিছু খাবার।
টেবিলে রাখা সাদা-সবুজ থিমের কাপ-প্লেট এবং ঠিক মাঝেই রাখা রয়েছে সোনালি থিমের টেবিল ল্যাম্প।
নিউ ইয়র্কে প্রিয়াঙ্কার এই রেস্তোরাঁ 'সোনা' থেকেই রাস্তা দেখা যায়। রাস্তার দিকে তাকিয়ে গল্প করতে করতেই দিব্যি চলতে পারে খাওয়া দাওয়া।
প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরাঁর যিনি শেফ, তিনিও কিন্তু একজন প্রবাসী ভারতীয়, নাম হরি নায়েক। তবে দীর্ঘ ২০ বছর ধরে তিনি নিউ ইয়র্কেরই বাসিন্দা।