Instagram ব্যবহারে বিরাট বদল, Photo-sharing app হিসেবে জনপ্রিয়তা নেই
নিজস্ব প্রতিবেদন: Instagram ইউজারদের মধ্যে বিরাট বদল। ছবি শেয়ারিং অ্যাপ হয়ে আর বসে নেই ইনস্টাগ্রাম। সংস্থার প্রধান আদাম মোসেরি জানাচ্ছেন, ইনস্টাগ্রামের ব্যবহার বদলে গেছে। এটা আর "square photo-sharing app" হিসেবে থাকছে না।
Instagram-কে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন একটা বিরাট অংশ। তাই ২০২১-র মাঝামাঝি সময় থেকেই অ্যাপের অন্দরমহল বদলের ভাবনাচিন্তা নিচ্ছে সংস্থা।
Google’s Youtube, TikTok-কের পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াকে টেক্কা দিতে এন্টারটেইনমেন্ট এবং ভিডিও ঢেলে সাজানোর জন্য প্রস্তুত হচ্ছে। ক্রিয়েটর, ভিডিও, শপিং এবং মেসেজিং, এই চার জায়াগায় নজর Instagram কর্মকর্তাদের।
ইনস্টাগ্রামে অন্যান্য ফিচারের থেকে বেড়ে গিয়েছে IGTV-র ব্যবহার। টিকটক ভারতে বন্ধ হয়ে যাওয়ায় শাপে বর হয়েছে সংস্থার। আর তাতেই হু হু করে বাড়ছে Reels-র ব্যবহার।