International Mountain Day: পাহাড় বেড়াতে খুব ভালোবাসেন, ১১ ডিসেম্বর দিনটিকে মনে রাখেন তো?
আজ ১১ ডিসেম্বরই সেই দিন। আজ আন্তর্জাতিক পর্বত দিবস, ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে (International Mountain Day)।
২০০৩ সালে রাষ্ট্রসংঘ ১১ ডিসেম্বর দিনটিকে আন্তর্জাতিক পর্বত দিবস হিসেবে ঘোষণা করে।
প্রতি বছরই এ দিনটির একটি থিমও থাকে। এ বছর আন্তর্জাতিক পর্বত দিবসের থিম হল -- 'Restoring mountain ecosystems'।
এ বছরের এই থিমের মূল বিষয় হল, পর্বতের বাস্তুতন্ত্রকে রক্ষা। এবং এ র প্রাসঙ্গিকতা সম্পর্কে গণমনে সচেতনতা বৃদ্ধি ।
কীভাবে ক্ষইতে থাকা পার্বত্য-প্রকৃতিকে ভিতর থেকে রক্ষা করা যায় তার সমাধান বের করাটাও এর বড় লক্ষ্য।
পাহাড় দিবস পর্যটক ও এলাকাবাসী উভয়কেই সচেতন করে, উভয়ের মধ্যে পরিবেশ-প্রকৃতি নিয়ে সহনশীলতা তৈরি করে।
শুধু তাই নয়, চরম জলবায়ুগত ঘটনাগুলির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য যাতে পাহাড়ের ক্ষমতা বাড়ে, সেজন্য বাইরে থেকে আর তার ক্ষতি না করা বা ক্ষতির পরিমাণ একেবারে কমিয়ে আনাটাও এই দিনের লক্ষ্যের মধ্যে পড়ে।