স্বাচ্ছন্দ্যে বসার অধিকারের লড়াই মেয়েদের
মহিলাদের স্বাচ্ছন্দ্যে বসার অধিকারও নেই। ছোট বয়স থেকেই মেয়েদের শিখিয়ে দেওয়া হয় বসার আদব-কায়দা।
শুধু মা-মাসিরাই নন, পরামর্শ নিয়ে চলে আসেন পাড়া-পড়শিও। অফিস থেকে বাড়ি স্বাচ্ছন্দ্যে বসতে পারেন পুরুষরা। কিন্তু, মহিলাদের যেন বসারও অধিকার নেই।
বাড়ি থেকে অফিস-সর্বত্র বসার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হয় মহিলাদের। এদিক-ওদিক হওয়ার জো নেই। মেনে চলতে হয় 'পারফেক্ট সিটিং'। তাতে স্বাচ্ছন্দ্য না থাকলেও চলবে।
পুরুষদের অবশ্য এসব নিয়মের বালাই নেই। ঘরে-বাইরে তাঁরা নিজের স্বাচ্ছন্দ্য মত পা ছড়িয়ে করে বসতে পারেন।
সামাজিক এই নিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মহিলারা। ইনস্টাগ্রাম থেকে টুইটার- পা ছড়িয়ে ছবি দিচ্ছেন মহিলারা।
#womanspreading হ্যাশট্যাগ ব্যবহার করে এই আন্দোলনকে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা।
মেট্রো, বাস পা অফিসে পা ছড়িয়ে বসেন পুরুষরা। অথচ মহিলারা তেমনভাবে বসলে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন উঠে যায়। অথবা সমালোচনায় বিদ্ধ হতে হয় তাঁদের।
সমাজের এই নারী-পুরুষ ভেদাভেদের বিরুদ্ধেই এবার সোচ্চার হয়েছেন মহিলারা। পা ছড়িয়ে ছবি পোস্ট করছেন।