বাড়ছে সমুদ্রের জলস্তর, ক্ষতি হতে পারে ভূগর্ভস্থ ইন্টারনেট ফাইবার কেবল

Sun, 29 Jul 2018-2:56 pm,

আগামী ১৫ বছরের মধ্যে কি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্জালে সঙ্কট দেখা হতে পারে? এমনই আশঙ্কা করছে নয়া মার্কিন গবেষণা। 

রিপোর্ট জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভূগর্ভে বিছিয়ে থাকা ফাইবার অপটিক কেবলে চাপ তৈরি হচ্ছে। আগামী ১৫ বছরের মধ্যে অপটিক কেবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। 

নিউ ইয়র্ক, সিটল, মায়ামির মতো সমুদ্র সৈকতে গড়া ওঠা শহরের গুলির ভূগর্ভে ফাইবার অপটিক কেবল ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। 

মনট্রিল ইন্টারনেট বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভে যে ভাবে অপটিক ফাইবার ক্ষতি হচ্ছে আগামী একশো বছরের মধ্যে  ইন্টারনেট প্রযুক্তিতে বড়সড় ধাক্কা খাবে মার্কিন যুক্তরাষ্ট্র।

কম্পিউটার বিজ্ঞানী প্রফেসর পল বারফোর্ড জানিয়েছেন, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাওয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূর্গভে বিছিয়ে থাকা অপটিক ফাইবার কেবলে।

বারফোর্ডের কথায়, এই সমীক্ষা দুর্ভাগ্যজনক। আমাদের হাতে ৫০ বছর সময় আছে যেখানে ইন্টারনেট পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। কারণ পরবর্তী ৫০ বছরে কোনও কিছু করার থাকবে না।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের জলের স্তর বাড়ছে। যার ফলে ভূর্গস্থ অপটিক ফাইবারে চাপ বাড়বে কয়েকগুণ।

সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ভূগর্ভে প্রায় ৪ হাজার মাইল কেবল বিছিয়ে রয়েছে। ২০৩৩ সালের মধ্যে এই কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের আরও দাবি, শুধুই মার্কিন যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বে এর প্রভাব পড়বে। অর্থাত্ বাদ যাবে না ভারতও। ভারতের মুম্বই, কোচি, চেন্নাই এবং টুটিকোরিন আন্তর্জাতিক ইন্টারনেট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link