রেকর্ড দাম থেকে ৯০০০ টাকা পতন, মূল্যবৃদ্ধির সময়ে সোনায় বিনিয়োগে লাভই লাভ!

Tue, 29 Jun 2021-10:22 am,

নিজস্ব প্রতিবেদন: মূল্যবৃদ্ধির কার্যত উল্টোস্রোতে হাঁটছে সোনার দাম (Gold Price)। মাসের শুরু থেকেই নিম্নমুখী। গত বছর অগস্টে সোনার দাম ছুঁয়েছিল ৫৫ হাজার ৪০০ টাকা যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার সেই সর্বোচ্চ দামে প্রায় ৯ হাজার টাকা পতন হয়েছে। আর তাই মূল্যবৃদ্ধির (Inflation) সময় সোনায় বিনিয়োগ (Investment) করলে বছরশেষে লাভের মুখ দেখতে পারেন।

সোমবার শেষবেলাতেও দাম কমেছিল সোনার। মঙ্গলবার তা আরও কমে ২২ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রামে ৪৬ হাজার ১৫০ টাকা দামে এসে দাঁড়ায়। ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম ৫০ হাজার ২৫০ টাকা। অভিজ্ঞরা বলছেন, এই দামে আরও পতন হতেও পারে আবার নাও হতে পারে। তাই এখনই সোনায় বিনিয়োগের সঠিক সময়।

আন্তর্জাতিক বাজারেও নীচুতেই রয়েছে সোনার দাম। স্পট গোল্ড ও রুপোর দামও কমেছে। স্পট গোল্ড এদিন ০.২ শতাংশ নিচে রয়েছে। প্রতি আউন্সের হিসাবে প্রায় ১,৭৭৫.৪২ ডলার।

 

আন্তর্জাতিক বাজারেও নীচুতেই রয়েছে সোনার দাম। স্পট গোল্ড ও রুপোর দামও কমেছে। স্পট গোল্ড এদিন ০.২ শতাংশ নিচে রয়েছে। প্রতি আউন্সের হিসাবে প্রায় ১,৭৭৫.৪২ ডলার।

 

বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন পেতে সোনায় বিনিয়োগ করতে পারেন। গত বছর প্রায় ২৮ শতাংশ রিটার্ন দেয় সোনা। কেবল ৬ মাসের জন্য নয়, দীর্ঘ সময়ের জন্যও সোনায় বিনিয়োগে (Investment) বর্তমান সময় যথোপযুক্ত।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link