IPL 2019: এক ম্যাচ খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন ৮ কোটির `মিস্ট্রি স্পিনার`!
এবারের আইপিএলের নিলামে তামিলনাডুর অনামি স্পিনার বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছিল পঞ্জাব৷
২০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে নিলামে রেকর্ড ৮.৪ কোটি টাকা দিয়ে মিস্ট্রি স্পিনার বরুণকে কিনে নেয় প্রীতির দল।
ইডেনে নাইটদের বিরুদ্ধে আইপিএলে অভিষেক হয় বরুণের৷ সেই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি মিস্ট্রি স্পিনার৷ ৩ ওভারে ৩৫ রান দিয়ে নেন একটি উইকেট।
এপ্রিল মাসের গোড়াতেই বরুণের আঙুলে চিড় ধরা পড়ে। পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আশা করা হয়েছিল চোট সারিয়ে আবার ফিরে আসবেন বরুন।
কিন্তু চোট না সারায় বরুণকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল পঞ্জাব ম্যানেজমেন্ট। বরুণকে দল থেকে ছেঁটে ফেলল পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি।