IPL-এর নয়া টাইটেল স্পনসরেও চিনা যোগ! আপত্তি জানিয়ে বোর্ডকে চিঠি

Wed, 19 Aug 2020-4:38 pm,

চিন যেন পিছু ছাড়ছে না আইপিএল স্পনসরশিপে। ভিভোর পর ড্রিম ইলেভেন। আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরেও চিনা যোগ!

চিনা মোবাইল প্রস্তুতকারি সংস্থা ভিভো IPL-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর হিসেবে মঙ্গলবারই ড্রিম ইলেভেনের নাম ঘোষণা করে বিসিসিআই।

ঘুরপথে সেখানেও রয়েছে চিন যোগ। জানা গিয়েছে চিনা সংস্থা টেনসেন্টের ১৪ শতাংশ বিনিয়োগ রয়েছে ড্রিম ইলেভেনে। সেদিক দিয়ে দেখতে গেলে চিনা যোগ পরোক্ষভাবে হলেও থেকে যাচ্ছে আইপিএল-এর সঙ্গে।

আইপিএল-এর টাইটেল স্পনসরে চিনা যোগ থাকায় আপত্তি জানাল   Confederation of All India Traders (CAIT)। এমনকী বোর্ডের কাছে চিঠি দিয়ে এর তীব্র বিরোধিতা করেছে সর্বভারতীয় ব্যবসায়ী সমিতি সংগঠন।

চিনা দ্রব্য বয়কটের ডাক উঠেছে দেশজুড়ে। সরকার 'ভোকাল ফর লোকাল' ডাক দিয়েছে। চিনা সংস্থার অংশীদারিত্ব আছে ড্রিম ইলেভেন-এ,  তাই আপত্তি জানিয়ে লাদাখের প্রসঙ্গ তুলে বিসিসিআই-কে চিঠি দিল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link