দেশের আইপিএল আজ শুরু বিদেশে! ছবির মতো মাঠ, ঝা চকচকে পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যাবে
করোনা মহামারির মধ্যেও আইপিএল বন্ধ নেই। ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। তাই এবার দেশের আইপিএল হচ্ছে বিদেশে। আজ থেকে আরবে শুরু ইন্ডিয়ান প্রিমিয়র লিগ।
সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃপক্ষ আইপিএল আয়াজনে কোনও খামতি রাখেনি। ঝা চকচকে পরিবেশ থেকে শুরু করে ছবির মতো মাঠ, সবই আছে।
চিয়ারলিডার্স নেই। ওপেনিং সেরেমনি নেই। এমনকী মাঠে দর্শকরাও আসতে পারবেন না এবার। আইপিএলে এবার নেই-এর তালিকা বেশ বড়।
এই নিয়ে পর পর দুবছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হল না। গত বছর পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনার জেরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বন্ধ রেখেছিল বিসিসিআই। শহিদ পরিবারগুলিকে আর্থিক অনুদানের জন্যই বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানের খরচ বাঁচিয়েছিল।
দুবাই, আবু ধাবি ও শারজাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ম্যাচগুলি। আজ প্রথম ম্যাচে খেলবে মুম্বই-চেন্নাই।