IPL 2021: আফগানিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল তালিবান! কারণগুলি শুনলে চমকে যাবেন
নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় লেগের আইপিএল। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ দেখানো হবে না আফগানিস্তানে। সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি তালিবান সরকারের।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন মিডিয়া ম্যানেজার ও সাংবাদিক এম ইব্রাহিম মোমান্দ টুইট করে এই খবর দিয়েছেন।
মোমান্দ তাঁর টুইটারে পরিস্কার করে লিখে দিয়েছেন যে, আইপিএলে ইসলাম বিরোধী একাধিক বিষয় রয়েছে বলেই সম্প্রচারে ফতোয়া জারি করেছে।
আইপিএলে "মেয়েদের নাচগান' এবং খোলা চুলে মাঠে মেয়েদের উপস্থিতি" নিয়েই সমস্যা তালিবানের
রশিদ খান, মহম্মদ নবি এবং মুজিব উর রহমানের মতো আফগান ক্রিকেটাররা আইপিএল খেলেন। অথচ তাঁদের দেশেই দেখানো হবে না খেলা।
তালিবান শাসিত আফগানিস্তানে পুরুষদের ক্রিকেট খেলার অধিকার থাকলেও, মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে।